আনোয়ার হোসাইন (রিপন)
কুতুবদিয়া অভিভাবক হীনতায় ভোগার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন কুতুবদিয়া উপজেলার সাধারণ জনগন…..
পর্যটন নগরী কক্সবাজার জেলায় অবস্হিত উপজেলা কুতুবদিয়া নামের দ্বীপটি অভিভাবক হীনতায় ভূগছে দীর্ঘদিন যাবৎ। ৯০ দশকে ৬৫ বর্গকিলোমিটারের কুতুবদিয়া ভাঙতে ভাঙতে এখন ঠেকেছে ২৬ বর্গকিলোমিটারে। জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে এখানকার মানুষ যে কতবার বসতি বদলেছে তার হিসাব নেই। বাস্তুভিটাসহ বেঁচে থাকার সব অবলম্বন হারিয়ে দিশেহারা মানুষ হয়ে যায় জলবায়ু উদ্বাস্তু, খোঁজে নতুন আশ্রয়। আর সেখানেও উচ্ছেদসহ নানা বিড়ম্বনা পিছু ছাড়ে না দ্বীপবাসীর। বর্তমান ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি করতে কুতুবদিয়ার মানুষের জীবন রক্ষার্থে এগিয়ে আসতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে।
১৯৭১ সালে যেমন বাংলাদেশের মানুষ অসহায় হয়ে ভারতে চলে গিয়েছিল, ঠিক তেমনি প্রতিনিয়ত কুতুবদিয়ার মানুষদের জোয়ারের পানির কারণে উচ্চ দালান ঘরে চলে যেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী কুতুবদিয়াবাসী কি আপনার সেই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া পাবেনা ?