শরীফ সোলতান
সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস আতংকে দিন কাটছে মানুষের । এরই মধ্যে সারা বাংলাদেশে লকডাউনে অচল হয়ে পড়েছে মানুষের জীবন যাত্রা ।
এতে দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষ গুলো সিমাহীন দুর্ভোগে পড়ে গেছেন । এসব পরিবার গুলোর মাঝে চলছে অভাব অনটন । তাদের মাঝে এক ধরনের অজানা আতংক বিরাজ করছে , এভাবে দেশ লকডাউন হওয়াতে সাধারন কেটে খাওয়া ও দিনমজুর মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ায় আরো বেশী ভয় ভীতির কাজ করছে এ সব নিম্ন আয়ের পরিবার গুলোর মধ্যে ।এরই মধ্যে এসব অসহায় ও হত-দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের জন্য চাউলের ব্যবস্থা করলেন জালিয়া পালং ইউনিয়নের জনপ্রিয় ও দানবীর চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী।
চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ৫ নাম্বার ওয়ার্ডে ৩’শ পরিবারের অধিক হত-দরিদ্রদের মানুষের মাঝে চাউল , বিতরণ করা হয়েছে ।
আনোয়ার চেয়ারম্যান জানিয়েছেন পর্যাক্রমে জালিয়া পালং ইউনিয়নের সব ওয়ার্ডে চাউল বিতরণ করা হবে।