নিজস্ব প্রতিবেদক
আজ১৩ তারিখ সকাল সাড়ে নয় ঘটিকায় কক্সবাজার পৌরসভাধীন দক্ষিণ টেকপাড়া প্রফেসর আনোয়ার হোসেনের ভাড়াটিয়া মোঃ ইউছুফ আলীর (৫৯) বসত ঘরে অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়। উক্ত ঘটনায় মোঃ ইউছুফ আলীকে ঘটনাস্থল হতে আটক করা হয় এবং তাকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।