রফিকুল ইসলাম
সারাবিশ্বের মানুষ এখন করোনা নিয়ে আতঙ্কিত। করোনা ভাইরাস মোকাবেলার জন্য জনগণের মাঝে বিভিন্ন জন সচেতনতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার এবং এই মহামরী থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য ঘোষণা করা হয়েছে লকডাউন ব্যবস্থা। লকডাউন অবস্থায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্র পরিবারের মাঝে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে সরকার। সরকারের পাশাপাশি সচেতন মানুষরা বিভিন্ন ক্লাব বা তহবিল গঠন করার মাধ্যমে লকডাউনরত মানুষদের মাঝে বিভিন্ন সহযোগীতা করে যাচ্ছেন। তেমনী আজ ১২ এপ্রিল ২০২০ইং তারিখে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কয়েকজন ছাত্র যুবক মিলে গঠিত সংঘটন ঘুমধুম ঘেনারপাড়া ইসলামী তরুণ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঘুমধুমের দরিদ্র অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণে আর্থিক ও স্ব-শরীরে উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সাহায্য করেন অত্র সংঘটনের সভাপতি রফিকুল ইসলাম সুমন, সহ-সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এই দুঃসময়ে ত্রাণ বিতরণের কাজকে একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেন অত্র এলাকার সুশীল সমাজ।