অদ্য ১/০৬/২০২০ ইংরেজি দুপুর ১২ টায় মোহতামিম সাহেব হুজুরের অফিস কক্ষে জামিয়া ইসলামীয়া পটিয়ার পরিচালক আল্লামা শাহ আবদুল হালিম বোখারীর সভাপতিত্বে পুর্ব ঘোষিত মজলিশে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠক প্রয়াত মরহুম শাহ মোহাম্মদ তৈয়ব সাহেব হুজুর (রঃ) এর ইন্তেকালে শোক প্রকাশ ও মাগফিরাতের দোয়ার মাধ্যমে আরম্ভ হয়। এবং পুর্বে নির্ধারিত আলোচ্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। শুরার সদস্যগন তথা ১/আল্লামা শাহ আব্দুল হালিম বোখারী সাহেব প্রধান পরিচালক জামিয়া পটিয়া, ২/ আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব নায়েবে মোহতামিম জামিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী ৩/আল্লামা ডঃ অ ফ ম খালেদ হোছাইন সাহেব সাবেক অধ্যাপক ওমরগনী এম,ই, এস, কলেজ চট্টগ্রাম ৪/ মুফতি হাবিবুর রহমান কাসেমী ভারপ্রাপ্ত পরিচালক নাজিরহাট বড় মাদ্রাসা ৫/ মুফতি হাবিবুল ওয়াহেদ সাহেব নির্বাহী পরিচালক রাজঘাটা আজিজুল উলুম মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম ৬/ আলহাজ্ব এনামুল হক সাহেব তাবলীগ মুরুব্বি চট্রগ্রাম ৭/ আলহাজ্ব মোহাম্মদ ইউছুপ সাহেব পরিচালক সৈয়দুশ শোহাদা মাদ্রাসা রাউজান ৮/ শায়খুল হাদিস আল্লামা মুছা সন্দীপী জামিয়া জিরি ৯/ মওলানা আব্দুল ওয়াদুদ জিরি ১০ হাফেজ মওলানা খোবাইব সাহেব জামিয়া জিরি উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে মুরুব্বিগন হুজুরের মেঝ ছাহেবজাদা হাফেজ মওলানা খোবাইব সাহেব কে পরবর্তী মোহতামিম হিসাবে দায়িত্ব প্রদান করেন এবং মাদ্রাসা পরিচালনার বিষয়ে সাহস ও বিভিন্ন দিক সুপরামর্শ প্রদান করে আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব হুজুরের দোয়ার মাধ্যমে বৈঠক সমাপ্ত করা হয়। জুহুরের সালাতের পর আল্লামা বোখারী সাহেব হুজুর জামিয়ার সকল শিক্ষকগনকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত সারগর্ভ নছিহত পেশ করেন।