আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি :-
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ ভেকসিন সম্পর্কিত নিবন্ধন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন। এসময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলো। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করা হয়।