আবদুল মালেক সিকদার রামু
১২৫৪৭ পিচ ইয়াবা সহ টেকনাফের ছোট হাবিব পাড়া এলাকার মৃত গোলাম কাদেরের ছেলে ইয়াবা সম্রাট জাগির আহাম্মদ(২৭) কে দুপুর ২ টার সময় রামু বাইপাস থেকে আটক করে রামু থানার পুলিশ, অভিযানে নেতৃত্ব রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি),আজমিরুজ্জামান, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ
এস আই আজাদ, এ এস আই শামশুল আলম,এ এস আই শফিক, এ এস আই নোমান।