পুরা পরিবার রোহিঙ্গা অথচ করে ফেলেছে জন্মনিবন্ধন ও তার পরে করেছে পাসপোর্ট বর্তমান থাকতেছে আমাদের উখিয়া উপজেলা জালিয়া পালং ইউনিয়নের
ছবির লোকটির নাম নুরুল ইসলাম। মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।
বর্তমানে উখিয়ার জালিয়াপালং সোনার পাড়া এলাকায় বসবাস।
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া থাকে। মাসখানেক আগে দেশে ফিরেছে।
এক ছেলে শামসুল আলম এখনো মালয়েশিয়ায় রয়েছে।
এই মাসেই আবার উড়াল মারবে রোহিঙ্গা শামসু।
তার ৬ সন্তানের মধ্যে বাকি ৫ জন হলো -রাবেয়া খাতুন, জাহাঙ্গীর আলম, জাফর আলম, রমিদা ও হোমাইদা।
আশ্চর্যের ব্যাপার হলো -একেক সন্তানের একেক পিতা সাজিয়ে জন্মনিবন্ধন করেছে। পিতাপুত্রের পাসপোর্টে দেখিয়েছে ভিন্ন ঠিকানা।
দেশে চৌকস প্রশাসন, গোয়েন্দা বিভাগ থাকতে এমন জালিয়াতি কিভাবে সম্ভব?
কোন কৌশলেই পেলো বাংলাদেশের পাসপোর্ট?
মাননীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ কে বা কারা এই পিছনে জড়িত রয়েছে এবং তাদের সহযোগিতায় জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট করেছে তা বিষয় খতিয়ে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল।