ওমর ফারুক টেকনাফ
আজ টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি আবুল মনসুরের নেতৃত্বে সাবরাং ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন গরুর মাংস বিক্রির দোকানে নৌবাহিনী, পুলিশ বাহিনীসহ অভিযান পরিচালনা করা হয় এবং মাংস জব্দ করা হয়। পাশাপাশি, খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়। হ্নীলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নেতৃত্বে হ্নীলা স্টেশনে মাংস বিক্রি বন্ধ করা হয়। তাছাড়া, সাবরাং ইউনিয়নে বিভিন্ন মসজিদে ইমাম মুসল্লীদের সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদে সীমিত পরিসরে জামাত আদায়ের জন্য অনুরোধ জানান নিবার্হী অফিসার মোঃ সাইফুল ইসলাম।