মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী উপজেলার মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে ৩ জন ও আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে।
হতাহতের চিত্র দেখে চলছে স্বজনদের আহাজারী।
জানা যায়, উপজেলার মাতারবাড়ী আজিজুল উলুম মাদ্রাসায় চলছে ২দিন ব্যাপী বার্ষিক সভা। শুক্রবার ছিল শেষ দিন। সভায় মালামাল বিক্রির জন্য স্থান করে দেয়া হয়েছে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়েন মাঠে। এতে দূরদূরান্ত থেকে আসা বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৩ জন মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।