সাইফুদ্দীন আল মোবারকঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দফাদার ছৈয়দ আলমের মাদক,চাঁদাবাজি, এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকদের উপর ক্ষুদ্ধ হয়ে বান্দারবান কোর্টে সি,আর,-৪৮/২০২০ইং তথ্য যোগাযোগ প্রযুক্তি ও চাঁদাবাজির আইনের ধারায় মামলা দায়ের করে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, জাতীয় পত্রিকা “মাতৃজগত”স্টাফ-রিপোর্টার মোঃ ইয়াকিন, একুশে সংবাদের উখিয়া প্রতিনিধি মোঃ মুসলিম উদ্দিন,সাংবাদিক মোঃ আব্দুল হাকিম।উক্ত দফাদারের করা মামলার তীব্র নিন্দা জানাচ্ছি,এমন সাজানো বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার করে আইনের পোষাকের আড়ালে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট থেকে আইনি পোষাকের অসম্মান কারি দফাদার ছৈয়দ আলম কে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।