নিজস্ব প্রতিবেদক
রামুতে ঘাতক ডাম্পার গাড়ি কেড়ে নিল নিষ্পাপ এক মোটরসাইকেল চালকের প্রাণ।প্রশাসনের অগোচরে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
নিহত মোটরসাইকেল চালকের পরিবার সূত্রে জানা যায়,রামু লম্বরীপাড়ার বাসিন্দা মোঃ ফরহাদ এর ডাম্পার গাড়ির ধাক্কায় খুনিয়াপালং ইউনিয়নের আবুল বন্দর এলাকার মোটরসাইকেল চালক মারা যান।
নিহত মোটরসাইকেল চালকের স্ত্রী বলেন,আমার পেটে ৪ মাসের বাচ্চা, আমি এই অবস্থায় কি করবো, তাকে হারিয়ে আজ আমি দিশেহারা, আমি ও আমার অনাগত সন্তানের দেখাশোনা কে করবে। আমি আজ সর্বহারা।
নিহতের মা-বাবা অশ্রুসিক্ত কণ্ঠে বলে,আমরা ছেলেকে হারিয়ে নিঃস্ব, আমরা এখন ছেলের বউ ও তার অনাগত সন্তান নিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করবো।তারা অভিযোগ করে বলে,ডাম্পার গাড়ির মালিক আমার ছেলের মুখ পর্যন্ত দেখতে আসেনি।গাড়ির মালিক আরো উলটপালট কথা বলছে।
সূত্রে পাওয়া,এই নির্মম ঘটনাকে প্রশাসনের অগোচরে ধামাচাপা দিতে কাজ করছে একটি চক্র।