নিজস্ব প্রতিবেদক
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দরগার বিল এলাকার পাশ দিয়ে বয়ে গেছে রেজুখাল। পাহাড়ের ঢলের পানি নিয়মিত আসলেও পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় শুকনো মৌসুমে চাষের পানির সহজলভ্য কোন উপায় নেই।
ড্যানিস রিফিউজি কাউন্সিল এর অর্থায়নে উপজেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে রেজুখালের উপর একটি বাধ নির্মান করা হয়েছে। এই বাঁধের ফলে কৃষিকাজ সহ নানান কাজে উপকৃত হচ্ছে প্রায় সাড়ে চারশত পরিবারের মানুষ।
নবনির্মিত মাটির বাঁধের শুভ উদ্ধোধন করেন উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব নিজাম উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যানিশ রিফিউজি কাউন্সিল এর কান্ট্রি ডিরেক্টর সুমিত্রা মুখার্জি।