মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা, টেকনাফ
টেকনাফ উপজেলার অন্তর্গত হ্নীলা ইউপির রঙ্গীখালী লামার পাড়াতে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলাই চল” প্রতিপাদ্যকে সামনে রেখে আব্দুল্লাহ আল মামুন ও মহিউদ্দিনের আয়োজনে গাজী জুনিয়র ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর’১৯ ইংরেজী রাত ৮টায় রঙ্গীখালী গাজী ডঃ কামরুল ইসলাম ইন্সটিটিউট খেলার মাঠে অনুষ্ঠিত খেলাটি বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করেন হ্নীলা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। ক্রীড়াপ্রেমিক জুহুর আলমের সভাপতিত্বে টেকনাফ ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আফসার মাহমুদের সঞালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদুল আলম জিহাদী, হ্নীলা ৬ নাম্বার ওয়ার্ড আওয়ালীগ নেতা মোহাম্মদ রফিক, মুরুব্বী কামাল হোসেনসহ আরও অনেকে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আল আমিন বাহীনি বনাম মারিয়া ফ্যাশন দল। এতে মারিয়া ফ্যাশন দলকে হারিয়ে আল আমিন বাহীনি জয়লাভ করে। আম্পায়ারের দায়িত্বে ছিলেন, মোঃ মামুনুর রশিদ ও জিয়াউল হোসাইন জয়। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা মাদক তথা সকল অপকর্ম থেকে দূরে রাখার পাশাপাশি মনকে সুস্থ ও সবল রাখে। তাই মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে বাঁচাতে আগামীতেও আপনারা বেশী বেশী খেলাধুলার আয়োজন করবেন এটাই আমার প্রত্যাশা।