প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জুলাই) দুপুরে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গাজীপুর গ্রামের মোঃ আব্দুল মালেক এর ছেলে মোঃ শাহজালাল সুজনকে (২৩) আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
প্র/স