তারেকুর রহমান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের ৩ কিলোমিটার অংশ জাতীয় পতাকা দিয়ে সাজিয়েছেন উখিয়ার সোনারপাড়া গ্রামের তরুণ সাইদুল ইসলাম। সেই সঙ্গে ফুল দিয়ে দেশের মানচিত্রও তৈরী করেছেন তিনি।
এ কাজে তাকে সহযোগিতা করেছেন পর্যটক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘স্বাধীনতাকে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্তিত্বে’ এ স্লোগান নিয়ে কক্সবাজারের উখিয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাইদুল।
ভিন্নধর্মী এ সড়ক সজ্জা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মন কেড়েছে সাইদুল ইসলাম বলেছেন, ‘আমরা যারা নতুন প্রজন্ম, তারা মহান মুক্তিযুদ্ধ দেখিনি। পাঠ্যপুস্তকে পড়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযু…