আব্দুল জব্বার
কক্সবাজার জেলার রামু উপজেলার সবচেয়ে প্রান্তিক ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ ইউনিয়ন কচ্ছপিয়া ও গর্জনিয়া যেখানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। গত ২৭/০৯/২০২২ তারিখে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা মোস্তফা কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চলমান কার্যক্রমসমূহ পরিদর্শন করেন; এর মধ্যে উল্লেখযোগ্য হলো- “ জনগোষ্টির ঝুঁকি নিরুপণ, ইউনিয়ন ও ওর্য়াড দুর্যোগ ব্যবস্থপনা কমিটি হালনাগাদ করণ এবং জীবন-জীবিকার মান উন্নয়নে আয়-রোজগার বৃদ্ধি পরিকল্পনা প্রনয়ন’’। পরিদর্শনকালে রামু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন, কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুলাহ আল নোমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান বাবুল চৌধুরী, পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনাব ফাহমিদা মোস্তফা পরিদর্শনকালে উপস্থিত সকলের কাছ থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম সম্পর্কে শুনেন এবং সন্তোস প্রকাশ করেন। তিনি কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদানের জন্য সকলকে পরার্মশ প্রদান করেন। তৃণমূল পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় নানামূখী প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, আইএফআরসি ও আমেরিকান রেডক্রসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব করেন।