নিজস্ব প্রতিবেদক
জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে পবিত্রতা নষ্ট করলেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। ঘটনা টি ঘটেছে ১৬ ই ডিসেম্বর রামু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। জুতা পায়ে দিয়ে শহিদ মিনারে মুক্তিযোদ্ধা সন্তানদের ছবি তুলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা লোকজন ও এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় উঠে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি ২ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা পুলিন কুমার বড়ুয়ার ছেলে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তি যুদ্ধ ৭১ রামু উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া প্রকাশ (কেটু),
কাউয়ারখোপ ইউনিয়নের মধ্যম পাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা প্রফেসার গোলাম কবিরের ছেলে মঞ্জুরুল মোরশেদ কাদেরীসহ মোট ৪ জন জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে পবিত্রতা নষ্ট করে ছবি তুলে।
খোঁজ খবর নিয়ে জানা যায় টিটু বড়ুয়া (কেটু) ও মঞ্জুরুল মোরশেদ কাদেরীসহ ১০/১৫ জন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন, এই মতবিনিময় সভায় বিভিন্ন সুশীল সমাজ এবং বীর মুক্তিযুদ্ধা এবং মুক্তিযোদ্ধার ছেলেদেরকে দেখা যায়।মতবিনিময় সভা শেষে পরবর্তীতে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা জুতা পায়ে দিয়ে ছবি তুলে। ছবি গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এতে সমালোচনায় ঝড় উঠে। সুশীল সমাজ ও সচেতন এলাকাবাসী জানান শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করে জুতা পায়ে দিয়ে ছবি তুলা বীর মুক্তিযোদ্ধার ছেলেদের কাছ থেকে এমন ঘৃণিত কাজ জাতি কখনো আশা করেনি। মহান বিজয় দিবসের মত একটি স্মরণীয় দিনে তাদের এমন কর্মকান্ডে জাতি কখনো ক্ষমা করবে না।