এম,আবদুল্লাহ আল মামুন:
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পৃথক ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার হয়েছে।
৩ মার্চ শুক্রবার সকালে ইউনিয়নের উখিয়ারঘোনা লামার পাড়াস্হ কালার ঘোনা গ্রামের আঁধার মানিক পাশে
স্হানীয় লোকজন গ্রামের নুরুল ইসলামের পুত্র হাবিবুল্লাহ প্রকাশ ফজর আলী(৩০) এর মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মৃত দেহের শরীর ও মুখে একাধিক ছুরিকাহতের চিহ্ন রযেছে বলে প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে।
মৃত ওই যুবক কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের নাতী বলে জানাগেছে।
স্হানীয়রা জানায় গত ২২ ফেব্রুয়ারী নিহত যুবক হাবিবুল্লাহ তারই এলাকায় আবদু শুক্কুর হত্যা মামলায় ২ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
অপরদিকে আজ সকালে একই ইউনিয়নের লর্ট উখিয়ার ঘোনা গ্রামে কাঠাল গাছে ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
ইউপি সদস্য মোহাম্মদ কায়েশ জানান, গ্রামের
হাফেজ আহমদের পুত্র আবদুল করিম(৩২) বাড়ীর পেছনে কাঠাল গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
এসময় বাড়ীর লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার তাকে মৃত ঘোষনা করে।