নিউজ ডেস্ক,
আন্তঃ কলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্রিকেট, দাবা ও বুক সাঁতারে কক্সবাজার সরকারি কলেজ বিভাগীয় চ্যাম্পিয়ন
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা- ২০২৩ এ ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি কলেজ।
১ মার্চ ২০২৩ খ্রি. চট্টগ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নাজিরহাট কলেজকে ১০০ রানে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন কক্সবাজার সরকারি কলেজ দল।
এছাড়া একই প্রতিযোগিতার দাবা ও বুক সাঁতার ইভেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে এ কলেজের শিক্ষার্থী যথাক্রমে- নিশাত তাসনিম ও শাকিল আজিজ এবং কাবাডি, ভলিবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে বিভাগীয় রানার্সআপ হয়েছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বিজয়ী শিক্ষার্থীদের ও দলের তত্ত্বাবধায়ক শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, উক্ত প্রতিযোগিতার কক্সবাজার জেলা পর্যায়ের আহবায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম।
জাতীয় পর্যায়েও যেন কক্সবাজার সরকারি কলেজ দল জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সে কামনা করেছেন কলেজ প্রশাসন।
জেলা থেকে সাঁতার ও দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগ পর্যায়ে খেলেন। বিভাগ পর্যায়েও এই ২টি খেলায় কক্সবাজার সরকারি কলে চ্যাম্পিয়ন হয়ে আগামী ১৮,১৯ ২০/০৩/২০২৩ ইং জাতীয় পর্যায়ে ঢাকা বিকেএসপির মাঠে খেলায় অংশগ্রহন করবেন।
কক্সবাজার সরকারি কলেজ টিমকে পরিচালনা করবেন বিজয়ী শিক্ষার্থীদের ও দলের তত্ত্বাবধায়ক শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন।
তিনি ইনানি নিউজকে বলেন, আমার সব মেধা, শ্রম, সময় দিয়ে হলেও কক্সবাজার সরকারি কলেজকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন করে দেখিয়ে দিতে চাই আমরা বাংলাদেশের শেষ সিমান্তে থেকেও পিছিয়ে পড়ে থাকি না।
তিনি আরও বলেন, আমার জন্ম স্থানকে আমি কখনো পিছিয়ে পড়তে দিব না। আমার সকল শিক্ষার্থী উৎফুল্ল হয়ে আছে তারা তাদের জন্ম স্থানের সর্বোচ্চ বিদ্যাপিঠকে উচ্চ মর্যাদায় নিয়ে যাবে। আমরা সকলের দোয়া ও সহযোগিতা করছি।