1. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
  2. nagorikit@gmail.com : Inani News 24 :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জালিয়া পালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “উপজেলা প্রেসক্লাব উখিয়া”র দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা টেকনাফে এফআইভিডিবি কর্তৃক শিশু সুরক্ষা, জেন্ডার, নায্যতা ও সাম্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন ও অপহরণের উৎপাত! উখিয়ার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন কক্সবাজার জেলা প্রশাসক টেকনাফে সামাজিক সংবেদনশীলতা এবং দ্বন্ধ নিরসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন কক্সবাজারে প্ল্যান ইন্টান্যাশনালের এফআইভিডিবি’র এএইচপি রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত রামুর ভূমিদস্যু আবদুল মাজেদ চৌধুরী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

উপজেলা প্রেসক্লাব উখিয়া’র নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন “উপজেলা প্রেসক্লাব উখিয়া”র ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে উখিয়া উপজেলা হলরুমে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম এ আয়াজ রবি, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম বশর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজী, অর্থ সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মুফিজুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম উদ্দীন বাপ্পি, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাশেদ নুর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন জয় নির্বাহী সদস্য; জয়নাল উদ্দীন, আব্দুর রহীম,

শপথ পাঠ অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা যে মর্মে শপথ নিয়েছি তা সুষ্টু ভাবে পালন করতে পারি তার জন্য সবার কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি।

বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলি নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিক আর প্রশাসন আমরা একে অপরের পরিপূরক।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, আপনাদের কোন তথ্য লাগলে আমাকে জানাবেন। নবনির্বাচিত আপনাদের জন্য শুভ কামনা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, সাংবাদিকতা পেশাটি মহৎ পেশা।  সাংবাদিকতা সমাজের দর্পন, সমাজের প্রকৃত চেহারাটা সাংবাদিকরা তুলে আনেন। উখিয়ার অনিয়ম, অসংগতি গুলো আপনারা তুলে ধরবেন, আমাদের জানাবেন। আমরা যথাযথ ব্যবস্থা নিবো। সাংবাদিকের লেখনীর মাধ্যমে আমাদের কাজের জন্য মানসিক প্রশান্তি পেয়ে থাকি। সবাইকে সাথে নিয়ে যেন উপজেলা প্রেসক্লাব উখিয়া আগামী দিনে আরো সামনে এগিয়ে যেতে পারে এজন্য দোয়া করি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার তানভীর শাহরিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কক্সবাজারের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সদস্য যথাক্রমে সালাহ উদ্দীন, জাহাঙ্গীর আলম, মিন্টু ভূঁইয়া প্রমূখ৷

উল্লেখ্য যে, গত ১৮ ফ্রেব্রুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাব উখিয়ার দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন