এম,মোস্তফা কামাল আজিজি
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার ২৩ মার্চ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। তিনি শীঘ্রই স্থানীয় যোগ্য বেকার শিক্ষিতদের ডাটাবেজ তৈরি করার নির্দেশ প্রদান করেন এবং উখিয়ার পাহাড় কাটা ও অবৈধভাবে বালি উত্তোলন কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন। তিনি আরো বলেন,”উখিয়া ও টেকনাফ অন্য উপজেলার দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এখানে রোহিঙ্গাদের বসবাস রয়েছে। রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সব বিষয়ে আলোচনা করে সুরাহার পথ বের করা হবে। ”
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডেন্টাল সার্জন, উপজেলা ইন্জিনিয়ার, প্রাণী সম্পদ কর্মকর্তা, ডিজিএম পল্লী বিদ্যুৎ , মহিলা বিষয়ক কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা, পিআইও, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, ও উখিয়ার ৫ ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে জাহাঙ্গীর কবির চৌধুরী (চেয়ারম্যান রাজাপালং) এসএম ছৈয়দ আলম (চেয়ারম্যান জালিয়া পালং), নূরুল হুদা (চেয়ারম্যান রত্নাপালং), ইমরুল কায়েস চৌধুরী (চেয়ারম্যান হলদিয়া পালং), গফুর উদ্দিন চৌধুরী, (চেয়ারম্যান পালংখালী) সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি উখিয়া থানা পরিদর্শনসহ বিভিন্ন সরকারি দপ্তরের পরিদর্শন করেন।