নিউজ ডেস্ক:
অদ্য ১ আগস্ট রোজ মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর ‘নারী শক্তি প্রকল্প’ এর আওতাধীন সেলাই কাজে দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক ৩ মাস বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সের অরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
অরিয়েন্টেশন-টি অনুষ্ঠিত হয় সংগঠনের প্রধান কার্যালয়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মো: জাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হোসাইন, নাছির আহমদ ও আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য নির্ধারণ করা হয় ‘স্বনির্ভর নারী সমাজ গঠন’।
সংগঠনের ট্রেইনিং সেন্টারে দক্ষ প্রশিক্ষক দ্বারা দীর্ঘ ৩ মাস সম্পূর্ণ বিনামূল্যে এই সেলাই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করা হবে।
অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত নারীরা নিজেদের সুবিধা ও তাদের ভবিষ্যৎ কর্মমুখী করার সুযোগ তৈরী করে দেয়ায় হাসি মুখ ফাউন্ডেশন ও উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।